‘মানবিক হও’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। সকালে রাজবাড়ী ইউনিট কার্যালয়ে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট ভবনে এসে শেষ হয়। র্যালী শেষে ইউনিট কার্যালয়ে রেড ক্রস এর প্রতিষ্ঠাতা মহামতি হেনরি ডুনান্টের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী ইউনিটের সাবেক চেয়ারম্যান রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। সভাপতিত্ব করেন রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক জয়তি দে, রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি শামীমা আক্তার মুনমুন প্রমুখ।