“এসো মিলি প্রাণের উচ্ছ্বাসে, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে” এই স্লোগানে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ঈদ পুনর্মিলনী ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ এপ্রিল বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংসদের আয়োজনে বিদ্যালয়ের মাঠে সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিচারণ, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, অতিথিদের বক্তব্য, মধ্যাহ্নভোজ, ফটোসেশন, পুরস্কার বিতরণ, রেফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংসদের সভাপতি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি ইলতুতমিশ বাবুর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, হুশশাম হায়দার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ প্রামানিক, সাবেক চেয়ারম্যান মো. শওকত আলী সর্দার, সাবেক প্রধান শিক্ষক এস এম আতাউল্লাহ হক শামীম, ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল খালেক, বাগদুলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সংসদের সাধারণ ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু সহ প্রমুখ।
উল্লেখ্য, বাগদুলী উচ্চ বিদ্যালয় ১৯৭০ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত ব্যাচের শিক্ষার্থী এই মিলন মেলায় অংশগ্রহণ করেন।