মুসলিম মিল্লাতকে মুত্তাক্বী বা পরহেজগারিতা শিক্ষা দেওয়ার যে ব্রত নিয়ে পরিত্র মাহে রমযান আমাদেরকে মাস ব্যপী আত্মসংযমতার আবদ্ধে আবৃত করেছিলো সেই সংযমতাই আমাদের সকল স্তরে শান্তি সহমর্মিতা ভ্রাতৃত্ব সাম্য ও মৈত্রি’র অনুপম শিক্ষায় সমর্পণ করে মুসলিম মিল্লাতকে ধর্মীয় চেতনায় মহা আনন্দের নৌকায় ঈদ-উল-ফিতরের সমারোহে পৌছে দিয়ে ধনী-গরীবকে একাকার করেছে। এই আদর্শের অনুকরণে এবং সাম্যের নৈকট্যে রাজবাড়ী জেলা বাসীকে জানাই “ঈদ মোবারক”।
এ জেলার ধনী-গরীব সকল শ্রেণির মুসলিমের জীবনে পবিত্র ‘ঈদ-উল-ফিতর’ বয়ে আনুক অনাবিল শান্তি ও কল্যাণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলার জনসাধারণের আনন্দ সুখ শান্তি ও কল্যাণময় হোক এই দায়িত্ব কাধে নিয়ে সকল পর্যায়ে অবরাম ছুটে চলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় এ জেলায় আমার কাঁধে অর্পিত দায়িত্ব যথাযোগ্য মর্যাদায় পরিপালন হোক ঈদের আনন্দে এই আমাদের ব্রতি। কল্যাণ ও সাম্যের জয়গানে আগুয়ান হই আমরা সকলে।
আমি মহান স্রষ্টা ও প্রভুর কাছে প্রিয় মাতৃভূমি ও মুসলিম উম্মাহকে উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণময় জীবন কামনা করছি। আমিন ॥ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ॥
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার
প্রশাসক
জেলা পরিষদ, রাজবাড়ী