গোয়ালন্দ উপজেলার অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের উদ্যোগে দৌলতদিয়া পায়াকট বাংলাদেশ সেফহোমে অবস্থানরত শিশু শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষা উপকরণের মধ্যে ছিলো সংগঠনের নাম সম্বলিত খাতা ও কলম। এসময় খাতা-কলম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতদিয়া পায়াকট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের সভাপতি ও দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড জিতু শেখের পাড়ার বাসিন্দা (বর্তমান প্রবাসী) আল মাসুদ রানা মুঠোফোনে জানান, আমরা কয়েকজন প্রবাসী ও স্থানীয় যুবক মিলে আমাদের সংগঠনটি নিজস্ব অর্থায়নে পরিচালনা করি। এলাকার অসহায় মানুষ, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে-মধ্যেই কিছু সহযোগিতা করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার দৌলতদিয়ায় ১ হাজার শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আশা করছি আগামীতে আরও সহযোগিতা করার ইচ্ছা রয়েছে।