বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার মুজিববর্ষ উপলক্ষে এতিম প্রতিবন্ধি নারীদের মাঝে যে ঘর প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী রবিবার সকাল ১০ টায় সারা দেশে একযোগে ঘরের চাবী হস্তান্তর করেন। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় অফিসার ইনচার্জ মোঃ তারিকুজ্জামানের সভাপতিত্বে ইসলামপুর ইউনিয়নের বাওনারা গ্রামের এতিফোন বেগমের হাতে চাবী হস্তান্তর অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মাষ্টার, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, নবাবপুর ইউপি চেয়ারম্যান, বাদশা আলমগীর, নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জামালপুর ইউপি চেয়ারম্যান এ কেএম ফরিদ হোসেন বাবু, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু প্রমুথ। এতিফোন জানান, তার বয়স যখন ৬ দিন মা তাকে নিয়ে মামা বাড়ী বাওনারা চলে আসে। পিতার বাড়ী ছিল বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামে। মামা মতিয়ার রহমান তাকে লালন পালন করে বেলগাছি গ্রামে বিয়ে দেয়। বিয়ের ২বছর পর শ্বশুড় বাড়ীর লোকজন তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। মামার বাড়ীতে ফিরে আসে। মামার বাড়ীতে থেকে বিভিন্ন বাড়িতে কাজ করে জীবন কাটছে তার। শেষ বয়সে থানার পুলিশেরা একটি ঘর বানিয়ে দিয়েছে। ২ শতাংশ জমি দিয়েছে তার মামাতো ভাই আইয়ুব হোসেন। আমি আজ আনন্দিত। পুলিশ ভাইয়ৈরা ভাল থাকুক । আল্লাহর কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধুর পরিবার শান্তিতে থাক।