মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রকাশকের শুভেচ্ছা বাণী

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১১৪ Time View

প্রিয় রাজবাড়ী জেলাবাসীকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রীম শুভেচ্ছা । মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও র্সবােচ্চ ত্যাগরে মহমিায় ভাস্বর পবত্রি ঈদুল-আযহা। ঈদুল-আযহা উৎসবরে সাথে মশিে আছে চরম ত্যাগ ও প্রভু প্রমেরে পরাকাষ্ঠা। মহান আল্লাহর নর্দিশেে স্বীয় পুত্র হজরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হজরত ইব্রাহমি (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবচিল আনুগত্য ও অসীম আত্মত্যাগরে যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করছেনে তা ইসলামের ইতহিাসে অতুলনীয়।

আমরা জানি কোরবানি আমাদরে মাঝে আত্মদান ও আত্মত্যাগরে মানসকিতা সঞ্চারতি কর, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতবিশেীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নয়োর মনোভাব ও সহিষ্ণুতার শক্ষিা দয়ে। বিগত করোনা মহামারি ও বশ্বিরে বভিন্নি স্থানে যুদ্ধ-সংঘাতরে কারণে বশ্বিব্যাপী মূল্যস্ফীতি র্ঊধ্বমুখী। এ প্রক্ষোপটে বশ্বিব্যাপী নম্নিআয়রে মানুষ নানা সীমাবদ্ধতার মাঝে দনিাতপিাত করছ। আমাদের রাজবাড়ী জেলাও তার বাইরে নয়। কেউ যাতে ঈদরে আনন্দ হতে বঞ্চতি না হয় এবং ঈদোৎসবে শামলি হতে পারে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বত্তিবান ও সচ্ছল ব্যক্তর্বিগকে এগয়িে আসার আহ্বান জানিয়েছেন। ত্যাগরে শক্ষিা আমাদরে ব্যক্তি জীবনে প্রতফিলতি হলইে প্রতষ্ঠিতি হবে শান্তি ও সৌর্হাদ্যপূর্ণ সমাজ।

মহান আল্লাহর নকিট কোরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নয়িত ও বধৈ উর্পাজন থাকা আবশ্যক । আমরা সৎ পথে চলবো, হালাল আয় করবো, ঘুষ-দূর্নীতি পরিহার করে ইদুল আযহার নামাজে সামিল হবো ইনসা আল্লাহ। পবত্রি ঈদুল-আযহা সবার জীবনে বয়ে আনুক কল্যাণ এবং সবার মধ্যে জগেে উঠুক ত্যাগরে আর্দশ। মাননীয় প্রধানমন্ত্রী শখে হাসনিকে অনুসরণ করে ঈদুল-আযহার র্মমবাণী অন্তরে ধারণ করে নজি নজি অবস্থান থকেে জনকল্যাণমুখী কাজে অংশ নয়িে বষৈম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তপূর্ণ বাংলাদশে গড়ে তুলতে আমিও আহ্বান জানাই।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমি মুক্তিযোদ্ধা হিসেবে দেশ প্রেমের আবেগে সকলকে আরো বেশী দেশ গঠনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।

পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামনিরে কাছে প্রয়ি রাজবাড়ী জেলাবাসীসহ মাতৃভূমি বাংলাদশে ও মুসলমি উম্মাহর উত্তরোত্তর উন্নত, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। আমিন ॥ জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

শুভেচ্ছান্তে
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার
প্রকাশক
দৈনিক আমাদের রাজবাড়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com