ফরিদপুরে বিনোদন নাট্য দলের নাটক ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় কবি জসীমউদ্দিন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে তিনজন গুনিজন ব্যাক্তিকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন শিল্পগুণিন সিরাজ ই কবীর, নাট্যকার, নির্দেশক ও সংগঠন আলম খান, অভিনেতা রূপসজ্জা শিল্পী মো. জাহাঙ্গীর মন্ডল।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী নাট্য গোষ্ঠির সভাপতি বশির আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত বিশিষ্ট বাউল শিল্পী পাগলা বাবলু খান, শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা মোহাম্মস সাইফুল হাসান, রাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, নারী নেত্রী আসমা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ‘জবানবন্দী’ নামে একটি নাটক মঞ্চায়িত হয়। রচনা করেছেন প্রয়াত মুন্সী মোহাম্মদ আলী রুমী। নির্দেশনা দিয়েছেন তন্ময় সরকার। কলাকুশলীদের মধ্যে ছিলেন, জ্যেতির্ময় বিশ্বাস, রিসালাতুন্নাহার, সভ্য আন্দালিব, মো. রাসেল মিয়া, শাহ জাহাঙ্গীর, মো. মোখলেসুর রহমান, পাখী দাস ও তন্ময় সরকার ।