বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহে রাজবাড়ী জেলার সেরাদের পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন। রোববার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার প্রমুখ।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ৩টি গ্রুপে ১৫টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
ভাষা ও সাহিত্য বিষয়ে প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মরিয়ম আমেনা, ‘খ’ গ্রুপে একই প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর ছাত্রী তৌহিদা হেলেন এবং ‘গ’ গ্রুপে রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কুইন বিজয়ী হয়েছেন।
এছাড়া ‘ক’ গ্রুপে দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পায়েল প্রামাণিক, গণিত ও কম্পিউটার বিষয়ে পাংশা জর্জ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মো: পাভেল, বাংলাদেশ স্টাডিজ বিষয়ে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জায়েদ বিন জালাল এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়েরঅনুধ্যান গুপ্ত বিজয়ী হয়েছে।
একই ক্যাটাগরিতে ‘খ’ ও ‘গ’ গ্রুপে ১০জন শিক্ষার্থী বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন।
এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে মোহাম্মদ ইকবার হাসান বিজয়ী হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(বিদ্যালয়) বিজয়ী হয়েছেন শেরে বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কলেজ) পর্যায়ে রাজবাড়ী সরকারি কলেজের প্রফেসর হোসনেয়ারা খাতুন ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(মাদ্রাসা) পর্যায়ে পাংশা শাহজুই কামিল মাদ্রাসার মুহা: আবু মুছা আশয়ারী বিজয়ী হয়েছেন।