ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। এ বছর ৫৫০ জন কৃষকের মাঝে ৫ টি করে ১২ টি ইউনিয়ন ও পৌরসভায় এই নারিকেলের চারা বিতরণ হয়। বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ও সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন বলেন, যে কৃষি বান্ধব সরকার দেশকে সবুজায়ন এবং জলবায়ুু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবেলায় এই পদক্ষেপ গ্রহণ করেন। পরবর্তীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।