রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নবগঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
গত ১৮ জুন গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির সব ইউনিটের নেতাকর্মীরা কমিটির সকললের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে আনন্দ মিছিলে অংশ নেন।
এসময় শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ, পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আজিম ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন মাহমুদ সন্ধিসহ ৫ শতাধিক নেতাকর্মী এ শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হিসান মিঠু বলেন, জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব অতি বিচক্ষণ নেতা। তারা তৃণমূল পর্যায়ে খোঁজ – খবর নিয়ে দলের দুঃসময়ে যেসকল নেতাকর্মীরা দলের পাশে থেকেছে। আগামী আন্দোলন – সংগ্রামে রাজবাড়ী জেলার জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ভাইয়ের হাতকে শক্তিশালী করতে এ কমিটি ব্যাপক ভূমিকা রাখবে।