একাত্তর টিভির জামালপুর উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজবাড়ীর পাংশা প্রেস ক্লাবের আয়োজনে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পাংশা পৌর শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিবের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা। পাংশা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রতন মাহমুদের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রশিদ, শামিম হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ জিন্না, মাসুদ রেজা শিশির প্রমূখ। প্রচার সম্পাদক শাহিন রেজা, আপায়ায়ন সম্পাদক আল- আমিন, শরীফুল, কার্য্যকরি সদস্য শামিম রেজা, সদস্য সৈয়দ মেহেদী সহ অন্যান্য সাংবাদকর্মীগন।
৭১ টেলিভিশনের জামালপুর বকশীগঞ্জ উপজেলার প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম (১৪ জুন) বুধবার কাজ শেষে রাত ১০ টার দিকে সহকর্মী আল মুজাহিদ বাবুকে সাথে নিয়ে বাইক যোগে বাড়ি ফিরছিলেন। পথে বকশীগঞ্জ উপজেলার পাথাটিয়া ডাচ্ বাংলা ব্যাকের বুথের সামনে পৌঁছালে অতর্কিত হামলা করে তাদের মটর সাইকেল থেকে ফেলে দেওয়া হয়। এরপর ১০/১২ জনের দুর্বৃত্ত দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে মারধর করতে করতে নাদিমকে সড়ক থেকে টেনেহিঁচরে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী আঘাত করতে থাকে। সে সময় সহকর্মী মুজাহিদ তাদের থামাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা। আহত নাদিমকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হয়ে জামালপুর সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাদিম মারা যান।