রাজবাড়ীতে মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর আয়োজনে আলো প্রোগ্রামের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন(এমজেএফ) এবং গ্লোবাল এ্যাফের্য়াস কানাডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় “মেয়ে শিশু পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়ে শিশুদের নিরাপদ পরিবেশ বিষয়ক ওয়ার্কশপের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলা বার কাউন্সিল সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মুক্তি মহিলা সমিতি’র নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমীন, নোটারী পাবলিক অব বাংলাদেশ রাজবাড়ী প্রতিনিধি ও জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক অ্যডভোকেট জহুরুল হক, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট সুফিয়া খান রেখা, মুক্তি মহিলা সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, প্রোগ্রাম কোর্ডিনেটর আঁখি খাতুন প্রমুখসহ বিজ্ঞ আইনজীবীগণ।