জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ছিলেন দ্রোহের কবি। প্রেমের কবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার আত্মিক সম্পর্ক ছিল। একারণে তাকে দেশে ফিরিয়ে এনেছিলেন।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।