লাল পতাকায় কাঙ্খিত সুখ
সালাম তাসির
রৌদ্রতাপে বটের পাতারা নুয়ে পড়ে
ঘাম ঝরে শ্রমিকের তামাটে শরীরে
কষ্ট সহিষ্ণু মন কেঁদে ওঠে বারবার ন্যায্য
প্রাপ্তির অধিকারে।
ভিখেরী মরে যায় শীত সোহাগে
কি নিষ্ঠুর সে মরন
যমের অরুচিতে হাসে কালো টাকার মালিক
সেদিন বেশি দূরে নয়, আবার আসবে সুদিন মেহনতি মানুষের ঘরে।
সংক্ষুব্ধ আত্মারা পাহাড় চুঁড়ায় সমবেত হবে
নিয়ন্ত্রন নেবে উজানের যাত্রাপথ।
জোছনা জোয়ারে কষ্টের নক্ষত্রেরা ঐক্যবদ্ধ হবে
অধিকার বঞ্চিত মানুষের কাতারে,
ট্রেড ইউনিয়নে জ্বলে উঠবে পূর্ণতিথির চাঁদ।
লাল পতাকায় শ্রমিকের অধিকার নিশ্চিত হবে একদিন
যাদের ঘামে মাটি ভিজে জন্ম নেয় সবুজ ধানক্ষেত,
পুষ্পকানন, বিশাল অরণ্য, অট্টালিকা এবং মানুষের বেঁচে থাকার নিশ্চয়তা
ওরাও মানুষ বাঁচতে চায় জন্মের অধিকারে
খেতে চায় দু’মুঠো ভাত,মাথা গোঁজার ঠাই অন্যরা যেমন……
একদিন আসবে কালবৈশাখী ঝড়
ন্যুয়ে পড়া সমাজ পরিবর্তনে,
বিপ্লবী বৃক্ষরা মাথা উঁচু করে দাঁড়াবে
সেদিন নিকট ভবিষ্যৎ
হে বিশ্ব মানবতা!
শ্রমজীবী মানুষের ললাটে
শান্তির হাত রেখে নিশ্চিত করো ঘুম;
ওরা ঘুমের মধ্যে আবার ঘুমিয়ে পড়ুক স্বপ্নদেখা ভোরে,
সংগ্রামী চেতনায় জেগে উঠুক প্রাণ
বেঁচে থাকার অধিকারে
ফিরে পাক লাল পতাকায় কাঙ্খিত সুখ
অবারিত হোক শান্তির দুয়ার।