বাংলাদেশ স্কাউটস বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে স্কাউট দিবস উদযাপন উপলক্ষে ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, বালিয়াকান্দি উপজেলা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, ঢাকা অঞ্চলের লেটার ট্রেইনার অখিল কুমার কুন্ডু, জেলা স্কাউট লিডার হরষিত কুমার ঘোষ, বালিয়াকান্দি উপজেলা লিডার নিমাই চন্দ্র মন্ডল প্রমুখ।