দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে রাজবাড়ী জেলার সদর উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান এমডিভি কার্যক্রম উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. খায়ের উদ্দিন, জেলা আওয়ামীলীগের নেতা এসএম নওয়াব আলী প্রমুখ। সভায় জলাতঙ্ক বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা মহাখালীর এসডিভির সুপারভাইজার শিশির চক্রবর্তী।
অনুষ্ঠানে সদর উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, সদর উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা, স্বাস্থা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সরকারের ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূল বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণে উপস্থিত সকলকে অনুরোধ জানানো হয়।