রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার টেলিফোনের তার চুরির অভিযোগ উঠেছে স্বয়ং টেলিফোন এক্সচেঞ্জ অফিসের তরিকুল ইসলাম ওরফে তারেকের বিরুদ্ধে। বালিয়াকান্দি টি এন্ড টি পাড়ার শহীদ সেখ, কনক মোল্লা সহ প্রত্যক্ষদর্শীরা জানায়, বালিয়াকান্দি টেলিফোন অফিসের তারেক ৩১ মার্চ(বৃহস্পতিবার) দিনের বেলায় সাধু মোল্ল্যার মোড় এলাকায় গর্ত করে। রাত ৪টার দিকে তারেক সহ অজ্ঞাত নামা ২জন মাটির নিচ থেকে তার ইত্তোলন করছিল। তাদেরকে হাতে নাতে ধরে ভিডিও করে তার, কোদাল, লোহার সাবল জব্দ করে হেফাজতে রাখে। তারা আরও জানায় টেলিফোন বিভাগের অবিভাবক আছে বলে মনে হয়না। যদি কেউ থেকে থাকে অচিরেই তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে বিশ্বাস করে। বালিয়াকান্দি বাজারের প্রাক্তন ব্যবসায়ি আনন্দ বেকারীর মালিক সাঈদ ইমাম জানান, তার নাম্বার ছিল ২৬। সার্ভিস ও লোকবল ভালো না থাকায় স্বেচ্ছায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এ ব্যাপারে বিটিসিএল এর রাজবাড়ী জেলার সহকারী ব্যবস্থাপক মোঃ সাইফুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।