রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার হাজী আছিরদ্দি মৃধা ওয়াকফ তিন ফসলী জমি হতে রাতের আঁধারে স্কাভেটর দিয়ে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে এলাকাবাসীর বাধার মুখে স্কাভেটর ফেলে রেখে পালিয়ে গেছে। ওই সম্পত্তির একটা অংশের মালিকানা দাবী করে বহরপুর গ্রামের মৃত সৈয়দ আলীর মন্ডলের ছেলে আব্দুল সালাম জানান, খালকুলা মৌজার বিএস ১২৭৭৮ নং দাগে ৩৮শতাংশ নাল( ত্রি ফসলী) জমিতে হঠাৎ করে রাতের আঁধারে মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাচ্ছে। বিষয়টি ওয়াকফর মতোয়ালী আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। অপর দিকে মালিকানা দাবীদার সেলিম রেজা জানান, জমির মাটি কাটতে হলে রাতে কাটবে কেন ?