রাজবাড়ী জেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস অফিসের সামনে যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাকের মুখোমুখিতে সংঘর্ষে অজ্ঞাত ৪০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। এঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এঘটনা ঘটে। রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে পুলিশ সূত্র জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুরগামী একটি বাস (নং ফরিদপুর ব-০২-০০০৫) এবং যশোর চাচরা থেকে আসা কুমিল্লা গামী মাছ বোঝাই (যশোর ট ১১-৪৮২৬) ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক পথচারী নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ৬ জনের অবস্থা আশংঙ্কা জনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ রুহুল আমিন জানান, ১৯জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহলাদীপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আসিফ ইকবাল জানান, দুর্ঘটনায় ১৯ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্বার করে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিচয় সনাক্ত হলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।