শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

রাজবাড়ীতে মাদক নির্মূলে সমন্বিত খসড়া পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২২৫ Time View

মাদক ব্যবহারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স মনোভাবের সফল বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্যাপকভাবে তৎপর। এরই ধারাবাহিকতায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে বুধবার রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় কর্মশালা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় কর্মশালার মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মানজুরুল ইসলাম। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরউল্লাহ কাজল, যুদ্ধকালীন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহসিন উদ্দিন বতু, এনএসআই উপ পরিচালক শরিফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোবায়েত ফেরদৌস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক গোলাম মো. আজম, -যুবউন্নয়ন অধিদপ্তর উপপরিচালক আতাউর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক আজমীর হোসেন, কারাগারের জেলার হুমায়ুন কবীরসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, এনজিও প্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় বলা হয়, মাদক সমস্যা বাংলাদেশের অন্যতম সমস্যা। মাদক বিভিন্নভাবে দেশে ভয়াবহ রুপ নিচ্ছে। মাদকসেবীদের মধ্যে যুব সমাজ, রিকসা চালক, শ্রমিক, ছাত্র সহ কম বেশী সকল শ্রেণি পেশার কোন একটা অংশ জড়িত। ফলে বাধাগ্রস্ত হচ্ছে দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া। মাদকের হাতছানি শহর গ্রাম তথা সারাদেশে ছড়িয়ে পড়ছে। মাদকের বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভবনাকে। সর্বনাশা মাদক ধ্বংস করে মানুষের শরীর, মন, জ্ঞানবিবেক ও জীবনের সঙ্গে জড়িয়ে থাকা তার পরিবারের সব স্বপ্নকে এবং তার উজ্জল ভবিষ্যৎকেও। শুধু পরিবারকে নয় , মাদকের কালো থাবা ধ্বংস করে একটি সমাজকে, একটি জাতিকে এবং পরবর্তী সময়ে ধীরে ধীরে এটি বৃহৎ আকার ধারণ করে একটি ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিচ্ছে। তরুণ তাজা প্রাণের অন্ধকারে হারিয়ে যাওয়ায় পিছিয়ে পড়ছে সমাজ। বিভিন্নভাবে, বিভিন্ন পথে, মাদক ঢুকে পড়ছে আমাদের সমাজে। আর ব্যক্তি ও পারিবারিক জীবনের অবক্ষয় , প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, হতাশা এবং মূল্যবোধের অভাবের সুযোগ নিয়ে মাদক তার হাত বাড়িয়ে দিয়েছে তরুণ সমাজের প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com