রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামে দুর্গম চরে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে সাত দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো পাংশা উপজেলার চরআফড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোহম্মদ হারুন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার তাহেরপুর গ্রামের এয়ার আলীর ছেলে মামুন আলী, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের মনিরামপুর গ্রামের হোসেন শেখের ছেলে সাকিব শেখ ও গুরুচন্ডিপুর গ্রামের আয়ুব শেখের ছেলে আলম শেখ। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। একাধিক বার চেষ্টা করেও তাদের ধরা সম্ভব হয়নি। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পাংশা উপজেলার পদ্মা নদীর দুর্গম চরে একটি চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। বেশির ভাগ সময়ে তারা রাতেই বালু উত্তোলন করে। সোমবার রাতে র্যাব-৮ এর একটি টিম সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। সে সময় অবৈধভাবে বালু তোলার দায়ে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনকে সাতদিন করে কারাদন্ড দেওয়া হয়। তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।