রাজবাড়ীর গোয়ালন্দে ২০২২ সালে এসএসসি, দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে ছোট ভাকলা ইউনিয়ন এলাকায় অবস্থিত ১৬ নং চরবরাট শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন বরাটের পেইজ এর উদ্যোগে ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি সমমান, দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২ জন শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা প্রদান করা হয় এবং চর বরাট শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার দেয়া হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জিন্না, চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর এসএমসি কমিটির সাবেক সভাপতি ও বরাট পেইজের উপদেষ্টা নঈমুল হক চৌধুরী, ১৬ নং বরাট শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নাজমুল হক, বরাট পেইজের উপদেষ্টা ও দৈনিক খোলা চোখ পত্রিকার বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, বরাট পেইজের উপদেষ্টা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, বরাট পেইজের এডমিন শামীম বিশ্বাস, সহ-সভাপতি সজল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়া(হিটলু), সহ-সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক যোবায়ের হোসাইন প্রমুখ। বরাট পেইজের এডমিন শামীম বিশ্বাস বলেন, আমরা আমাদের পেইজের পক্ষ হতে প্রতিবছর এধরণের আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছি। আমাদের এমন উদ্যোগ আগামীতে অব্যহত থাকবে।