মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

রাজবাড়ীতে নাটক ‘চাই’ মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

‘শৃঙ্খলিত হাতে খুলি অবরুদ্ধ হৃদয়ের দাড়’ শ্লোগান কে ধারণ করে শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হলো মুক্তিযোদ্ধভিত্তিক নাটক “চাই”। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অনুপ কুমার ঘোষ। প্রযোজনা ও পরিবেশনায় রাজবাড়ী গহন থিয়েটার। নাটকটিতে অভিনয়ে অংশ নেন মারজান শেখ, অংকুর ইসলাম আলফি, ইদ্রিস আলী মিটুল, সুনীল খান, রাব্বী শেখ ছোঁয়াদ, রাহাত, নূরাইন জান্নাত ঐশি, তাফসিন, শুভ, অথবা, সুরভী ও জারা। নাটকটি মুক্তিযুদ্ধভিত্তিক। নাটক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। এসময় অন্যদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেদায়েত আলী সোহরাব সাবেক সহ-সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ, অসীম কুমার পাল সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, আলম খান সাধারণ সম্পাদক খেয়ালী নাট্য স¤প্রদায় ফরিদপুর, আনিসুর রহমান সমন্বয়কারী কবি জসিমউদ্দিন অঞ্চল (রাজবাড়ী-ফরিদপুর) বাংলাদেশ গ্রাম থিয়েটার, শাহ জাহাঙ্গীর অভিনেতা নাট্যকার ও নির্দেশক, বৈশাখী থিয়েটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com