প্রতিদিনই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকছে। বুধবারও সাড়ে ৬ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়।
বুধবার ঘন কুয়াশায় রাত ৩ টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল সাড়ে ৯ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। দৌলতিয়া পাটুরিয়া নৌরুটের উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় কয়েকশ পণ্যবাহি ট্রাক, কাভার্ডভ্যান, যাত্রীবাহি বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় ফেরি ঘাট এলাকায় কুয়াশায় আটকে থেকে প্রচন্ড শীতে দুর্ভোগে পড়ে এ পথের যাত্রী ও চালকেরা।
বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, কুয়াশার কারণে প্রতিদিনই ফেরি চলাচল বন্ধ থাকছে। রাত ৩ টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯ টায় কুয়াশা কমে যাওয়ায় ফেরি সার্ভিস চালু করা হয়।এতে ঘাটের দুই পাড়ে বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়ে।