শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

দৌলতদিয়ায় খলিল গায়েন স্কুল এন্ড কলেজের উদ্বোধন

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত শিক্ষা দেওয়ার প্রত্যয় নিয়ে ‘খলিল গায়েন স্কুল এন্ড কলেজ’ নামে একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি ১ জানুয়ারি রবিবার বই দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটি ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমান মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, তথ্য বিষয়ক সম্পাদক ফকীর আব্দুস সাত্তার, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন প্রামাণিক, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, মহিলা ইউপি সদস্য আলমগীর হোসেন মন্ডল, চম্পা বেগমসহ স্থানীয় গন্যমান্য ও অভিভাবকবৃন্দ।

বেলা ১ টার দিকে অতিথিরা বিদ্যালয়ে প্রবেশ করলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক ও খলিল গায়েন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা গায়েন জুয়েল রানা, প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদ, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। পরে শিক্ষক- শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com