রাজবাড়ীর গোয়ালন্দে ‘মাদককে না বলি, খেলাধুলায় মেতে উঠি’ স্লোগানে গোয়ালন্দ প্রিমিয়ার লীগ(জিপিএল) ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে শনিবার রাত ১০ টায় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাইনদ্দিন মন্ডল স্মৃতি সংসদ (সাগর সেতু জুটি) ২-০ সেটে মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশন (সজল সুবান জুটি)কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি জিয়াউল হাসান জিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি শহীদুল আলম শেখ সোহেল, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী প্রমূখ।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজন।
টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজন বলেন, খেলাধুলা আমার নেশা আর এ নেশা থেকেই আমি প্রতিবছর ফুটবল,ব্যাডমিন্টন,ক্রিকেট খেলার আয়োজন করে থাকি। ইতিমধ্যে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলা শেষ করলাম এরপর আমার লক্ষ্য রয়েছে গোয়ালন্দের বুকে চমৎকার একটি ফুটবল টুর্নামেন্ট উপহার দেয়া।