রাজবাড়ী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের পথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশী শিক্ষার্থীরা।
সকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
এছাড়া রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার মাধ্যমিক স্তরের ২৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ১৮ হাজার ৭৯৯ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হচ্ছে। মোট বইয়ের চাহিদা ১৬ লাখ ১৯ হাজার ৩৬৩টি।
একই সাথে জেলার ৪৮২টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১৭ হাজার ৩০১ জন ছাত্র-ছাত্রীকে নতুন বই দেওয়া হয়েছে।