ওরা সংখ্যায় বেশী নয় । এখনও মানুষ হিসেবে পরিচিত। মানসিক ভারসাম্যহীন। তাইতো পচা নর্দমায় শীত বর্ষা উপেক্ষো করে কি যেন খোঁজে ওরা। হয়তোবা ওরা রাষ্ট্রের বড় ক্ষতি করতে ও উন্নয়নেও অংশ নিতে পারে না। অনাহারিরা আহার পায়। ভূমিহীনরা যদি ভূমিসহ ঘর পেতে পারে তাহলে ওরা কি রাষ্ট্রীয় সুরক্ষা পেতে পারে না ? ওদেরকে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া হোক। ছবিটি শনিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দির ওয়াবদা মোড় হতে তোলা ।
লেখা ও ছবি: সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রতিনিধি।