শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

গোয়ালন্দ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১১১ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে আফরা ট্রেডার্সের আয়োজনে গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় গোয়ালন্দ মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে ১২ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুছ মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী প্রমূখ।

উদ্বোধনী খেলায় সাগর ও তার সাথী ২-০ সেটে জাকির ও তার সাথীকে পরাজিত করে। টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজন বলেন, গোয়ালন্দের যুব সমাজকে মাদক,মোবাইল গেম থেকে দূরে রাখতে আমার এ উদ্যোগ। আমি চাই গোয়ালন্দের যুবকরা খেলাধুলায় মেতে থাকুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com