গত ১৩ সেপেম্বর রাতের আঁধারে চাঁদে অবতরনকারী নীল আমস্ট্রং এর মত কস্টিউম পরে অভিনব কায়দায় বালিয়াকান্দি শহরের জনৈক আরজু মিয়ার ওয়াল্টন ইলেক্ট্রনিক্স শো রুমে ঢুকে সেখান থেকে বিভিন্ন ব্রান্ডের ০৮ টি মোবাইল সেট চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শো-রুমে থাকা সিসি ক্যামেরায় আসামীর আবৃত শরীর আবৃত ছবি ছিল মাত্র। সেখান থেকেই তদন্ত শুরু বালিয়াকান্দি থানা পুলিশের। তদন্তের দায়িত্ব দেওয়া হয় বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. মনিরুজ্জামান খানকে।
তিনি মামলাটি নিবিড়ভাবে তদন্দ করে চোরকে সনাক্ত করেন। আসামী আলমগীর (২৫)রাজবাড়ী জেলা সদর থানার খানখানাপুর কল্যান সাধুর বটতলা শহিদের ছেলে। তার বসতবাড়ি থেকে উদ্ধার করেন চুরি যাওয়া ২ টি এন্ড্রয়েট মোবাইল সেট। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে গোয়ালন্দ মোড় থেকে তদন্তকারী কর্মকর্তা আটক করেন চোর আলমগীরকে। সেই সাথে তার হেফাজত থেকে চুরি যাওয়া আরেকটি মোবাইল উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, এই সেই আসামী ২০১৬ সালে যার বাড়ির মাটি খুড়ে ডিএমপির ভাটারা থানা পুলিশ উদ্ধার করেছিল ৮০ ভরি স্বর্ণালংকার।