‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’- এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
চন্দনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাজিয়া বেগম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক।
অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী খান, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বক্কর খান, চন্দনী ইউনিয়ন আ.লীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রব প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা হলেও সভাপতির নাম ঘোষণা করা হয়নি।
দ্বিতীয় অধিবেশনের শুরুতেই সাধারণ সম্পাদক হিসেবে মো. সবুজ মোল্লার নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুর রব ও চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহীনুরের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে সভাপতির নাম ঘোষণা ছাড়াই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।