জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার লক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার থেকে দুই দিন ব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে রাজবাড়ীতে। এ মেলায় সাহিত্যপ্রেমিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শহীদ খুশী রেলওয়ে ময়দানে আয়োজিত সাহিত্য মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এ উপলক্ষে এক আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, বাংলা একাডেমির উপ পরিচালক কুতুব আজাদ প্রমুখ। বক্তারা বলেন, রাজবাড়ী জেলা শিল্প সাহিত্যে অনেক এগিয়ে। এ জেলায় খ্যাতিমান সাহিত্যিকেরা জন্মগ্রহণ করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিল্প সাহিত্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ। আলোচনা শেষে রাজবাড়ী জেলার সাহিত্য সংস্কৃতি কবিতা ছড়া বিষয়ে প্রবন্ধ পাঠ করেন অ্যড. দেবাহুতি চক্রবর্তী, কবি নেহাল আহমেদ ও কবি খোকন মাহমুদ। এসব বিষয়ে আলোচনা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল আলম ও সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। বিকেলে অনুষ্ঠিত হয় লেখক কর্মশালা। কর্মশালায় প্রশিক্ষণ দেন সাইফুল আলম, কুতুব আজাদ এবং অলিউল আযম তৈমুর। জেলার সাহিত্য আমোদীরা মেলায় অংশগ্রহণ করছেন।