বিএনপি আন্দোলনের নামে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আজ তারাই যদি সরকারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে তাহলে আমরা কী জবাব দেব?
সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক রেজাউল করিমের স্মরণ সভায় প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেয়ার বাজারে দুর্নীতি, ব্যাংকে লুটপাট। কোনো জায়গায় দুর্নীতি ছাড়া আমরা কোনো কাজ করতে পারিনা। এটাই বাস্তব। গ্যাস-বিদ্যুতের ভর্তুকি যদি প্রত্যাহার করতেই হয় তাহলে পাচারকারীদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু দুর্ভাগের বিষয় তারা গ্রেপ্তার হননা।
গ্রেপ্তার হন মাত্র ২০ হাজার টাকার জন্য অসহায় কৃষক। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে এক শ্রেণির মুনাফাখোর বেপরোয়া হয়ে উঠেছে। চারিদিকে মানুষ আজ অসহায়। ওএমএস এর লাইন ক্রমশঃ বড় হচ্ছে। মধ্যবিত্তরা মুখ ঢেকে লাইনে দাঁড়িয়ে চাল, আটা কিনছে। সামনে নির্বাচন। সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে দেশে উন্নয়ন হবে সন্দেহ নেই। কিন্তু যে উন্নয়ন মানুষের কাজে লাগে না সে উন্নয়ন মানুষ গ্রহণ করেনা।
রাশেদ খান মেনন বলেন, রাজবাড়ীর পদ্মা নদী বালুখেখোদের কারণে আজ অভিশাপে পরিণত হয়েছে। রেজা বেঁচে থাকলে আজ তিনি প্রতিবাদ করতেন। রুখে দাঁড়াতেন। রেজার মৃত্যু সত্যিই আমাদের জন্য অপূরণীয় এক ক্ষতি।
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আরবান আলী, মওলা বক্স, এনায়েত আলী, জেলা কৃষক সমিতির সভাপতি মনিরুজ্জামান সালাম, ওয়ার্কার্স পার্টির নেতা সুশীল দত্ত তাপস, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস অ্যড. আরব আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যড. বিপ্লব রায়।
অনুষ্ঠানে প্রয়াত রেজার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।