রাজবাড়ীর বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার ভোরে তোপধনীর মাধ্যমে শুরু হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃকিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি থানা, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, বাজার বণিক সমিতি, উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা বিভিন্ন এনজিও উপজেলার সকল দপ্তর,ইসলামিক ফাউন্ডেশন, উদীচী শিল্পীগোষ্ঠী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বালিয়াকান্দি রিপোর্টার্স প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিজয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান মিয়া।
বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ,সহকারী কমিশনার হাসিবুল হাসান ,বালিয়াকান্দি থানা অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, সোনালী ব্যাংক ব্যবস্থাপক আনোয়ার হোসে, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর বিশ্বাস আলম, প্রকল্প কর্মকর্তা নাসরিন সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ এ এম আব্দুল মতিন, ডা. সজল কুমার সোম, বালিয়াকান্দি রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস প্রমুখ।