রাজবাড়ীর পাংশায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সংসদ সদস্য রাজবাড়ী-২ বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীগ ও অঙ্গ-সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পাংশা প্রেসক্লাব, উপজেলা সাস্থ্য কমপ্লেক্স, পাংশা সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে পাংশা শিল্পকলা একাডেমী হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রমান রুবেল, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পৌর মেয়র ওয়াজেদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চাঁদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম প্রমূখ।