বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসকের বাণী

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ ন’মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। ৩০ লক্ষ শহিদ এবং দু’লক্ষ মা-বোনের আত্মত্যাগের মাধ্যমে হানাদার পাকিস্তান বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি এ দিনে ছিনিয়ে এনেছিল পূর্ণাঙ্গ বিজয়। পৃথিবীর মানচিত্রে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের প্রিয় বাংলাদেশ। মহান বিজয় দিবসের এ শুভলগ্নে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতা ও সকল শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাঁরা দেশমাতৃকার জন্য নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সে সকল মা-বোনদের যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের বিজয়। এ আনন্দঘন দিনে রাজবাড়ী জেলার সকল শহিদ মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি সশ্রদ্ধ সালাম ও অভিবাদন।

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক মেগা প্রকল্প হিসেবে চিহ্নিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন করেছেন। যা আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়া কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (মেট্রোরেল), রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ মোট ৯ টি মেগা প্রকল্পের কাজ শেষের দিকে রয়েছে।

আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছি। মুক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমের আদর্শে বলীয়ান হয়ে দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী, সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক সাথে কাজ করবো- মহান বিজয় দিবসে এ হোক আমাদের দৃঢ় প্রত্যয়।

জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক।

আবু কায়সার খান
জেলা প্রশাসক
রাজবাড়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com