বিশ্বের জনপ্রিয় খেলা বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে কয়েকজন আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত ক্ষুদে ফুটবল সমর্থক বাংলাদেশের পতাকাকে সম্মানিত করে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার পতাকা একেঁ তাক লাগিয়ে দিয়েছেন গোয়ালন্দ জুড়ে।
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর কালুর মোড় এলাকায় ঘটেছে এমন ঘটনা। আর্জেন্টিনার কয়েকজন ক্ষুদে ফুটবল ভক্তরা এ পতাকা একেঁছেন সম্পূর্ণ কালভার্ট জুড়ে। তবে হৃদয়ে বাংলাদেশ নাম রেখে কালভার্টের পিছনে উঁচু করে বাঁশের সাথে লাগিয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। যাতায়াতের পথে যাত্রীদের আর্জেন্টাির প্রতি নজর কাড়তে এবং তাদের প্রিয় দলকে সাপোর্ট করতে ক্ষুদে ভক্তরা এই পতাকা একেঁছেন। এ কাজে তাদের অর্থনৈতিক ব্যয় হয়েছে ভালোই। মেসিসহ আর্জেন্টিনা সব খেলোয়াড়দের ভালোবেসে এ অর্থনৈতিক খরচ তাদের কাছে কিছুই না। প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবাসি, মেসিকে ভালোবাসি। সে জন্যই এই কাজটি করা।
এ কাজকে স্বাগত জানিয়েছেন গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামের সব বয়সের নারী-পুরুষ। কয়েকশ’ লোক প্রতিদিন এই রুটে চলাচল করেন। চলাচলরত যাত্রীরা কখনো দাঁড়িয়ে পরে কালভার্টটির কাছে। কেউবা কালভার্টের উপর বসে মনের আনন্দে ছবি তুলেন। কখনো কখনো অনেকেই দল বেঁধে ছবি তুলতে অপেক্ষা করতে থাকে। প্রতিদিন অন্তত শ’খানেক লোক ভীড় জমায় সকাল- বিকেল। এলাকাটির নাম ছড়িয়ে পরেছে গোয়ালন্দ জুড়ে। আর্জেন্টিনা পতাকার রঙ্গে রাঙ্গিয়ে তোলার কারণে এলাকাটির পুরনো অনেকেই ভুলে গিয়ে আর্জেন্টিনার কালভার্ট বলে গাড়িতে চড়তে থাকে।
আর্জেন্টিনার ভক্ত সায়েম, রাতুল, রনি বলেন, আমরা ম্যারাডোনার নাম অনেক শুনেছি ও বইতে পরেছি কিন্তু তার খেলা দেখতে পারিনি তবে মেসির খেলা অনেক ভালো লাগে। মেসিকে ভালোবেসে এবং মেসির খেলা দেখে আমরা আর্জেন্টিনার সাপোর্ট করি। আর্জেন্টিনা ফুটবল দলের নাম হৃদয়ে গেথে ফেলেছি। ফুটবল বিশ্বকাপ খেলা আসার কয়েকমাস আগে থেকেই স্কুলের টিফিনের টাকা থেকে জমিয়ে সবাই মিলে আমাদের এলাকার কালভার্ট টি আর্জেন্টিনা পতাকার আদলে সাজিয়েছি। আমরা আর্জন্টিনা দলকে অনেক পছন্দ করি ও মেসি আমাদের চোখে বিশ্বের একজন সেরা খেলোয়াড় হিসাবে ভাবি ও মানি। প্রিয়দলের সেমিফাইনাল খেলা সামনে আমরা চাই এবারের বিশ্বকাপ ট্রফি মেসির হাতে উঠুক।