রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শাহাজ উদ্দিন মন্ডল ইনস্টিটিউটে দিনব্যাপী শিল্প সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল “ফরিদপুর রাজবাড়ী শিল্প সাহিত্য বিনিময়। দিনব্যাপী কর্মসূচিতে সংবর্ধনা, কবির কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠান ২টি পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস। সভাপতিত্ব করেন সালমা সাহনেওয়াজ পারভীন। ২য় পর্বে প্রধান অতিথি ছিলেন টিভি ও মঞ্চ নাট্যাভিনেতা এবং নাট্য নির্দেশক আজিজুল হাকিম দম্পতি। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিস এসোসিয়েশন ও মেডিকেল কলেজের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ, অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন, রাজবাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফকীর মো. নুরুজ্জামান, কৃষিবিদ ওমর আলী, প্রধানমন্ত্রী কার্যালয়ের শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তা মি. রিপন, কবি শওকত আলী জাহিদ, কবি সালাম তাসির।
২য় পর্বে সভাপতিত্ব করেন খেয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি সাইফুল হাসান মিলন। অনুষ্ঠানে উজানচরের সাহাজ উদ্দিন ইনিস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম পারভীনকে সংবর্ধনা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।
উল্লেখ্য তিনি জয়িতা সম্মানে ভূষিত হয়েছেন। দিনব্যাপী অনুষ্ঠানে রাজবাড়ী ও ফরিদপুরের অনেক কবি সাহিত্যিক ও আবৃত্তিকারের অংশগ্রহণে আবৃত্তি, সঙ্গীত ও আড্ডায় মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়। আবৃত্তি করেন আজিজুল হক (অব: অধ্যক্ষ টেকনিক্যাল স্কুল ও কলেজ, চুয়াডাঙ্গা), কবি পারভীন হক, রশিদ আল কামাল, কবি খোকন মাহমুদ, কবি ইউসুফ বাশার আকাশ, নাট্যকার অজয় দাস তালুকদার, কবি সুজয় পাল, কবি আওয়াল আনোয়ার, দ্বৈত কবিতা আবৃত্তি করেন ফৌজিয়া সুলতানা ও রিপন, কবি শাহেদ মুক্তার ও শাহনাজ বেগম। ফরিদপুরের কবি ও আবৃত্তি করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক সিরাজ ই কবির খোকন, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, আবৃত্তিকার জাহিদুল ইসলাম, কবি রিনা আনোয়ার, কবি ফৌজিয়া নাসরিন, কবি এজাজ আহম্মেদ, কবি ডা. মজনু, কবি শোভা রানী বিশ্বাস, কবি ও চিত্র শিল্পী আব্দুর রব, কবি নিলুফার ইয়াসমিন রুবী, কবি শাকেরা আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে আগত সকল কবি ও লেখকগণ তাদের প্রকাশিত বই সকলের প্রিয় অভিনেতা আজিজুল হাকিম কে উপহার দেন এবং খেয়া সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নাট্যভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিম ও গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন গোবিন্দ বাগচি, চায়না সাহা ও রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ম. নিজাম, চায়না সাহা ও গোবিন্দ বাগচি। আজিজুল হাকিম তার বক্তব্যে বলেন গোয়ালন্দের উজানচরে তারা একটি পর্যটন শিল্প গড়ে তোলার লক্ষ্যে একটি রিসোর্ট তৈরির কাজ শুরু করেছেন। জিনাত হাকিম বলেন, চরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের মাঝে সেলাই মেশিন তুলে না দিয়ে যদি তাদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া যায় তাহলে তাদের আধুনিক মানুষ হিসেবে তৈরি করা যায়। এটাই তার স্বপ্ন ও চেষ্টা। তিনি এ ব্যাপারে সকলের সহযোগীতা চান।