রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চর বিলধামু গ্রামে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় আলেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূকে মারপিট করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য ইয়াকুব আলীর বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইয়াকুব আলী। তিনি নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের ইমান আলী মেম্বারের ছেলে ও নারুয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।
আহতের পরিবার জানান, উপজেলার নারুয়া ইউনিয়নের চর বিলধামু গ্রামের ইদ্রিস আলী শেখের জমি জোড়পূর্বক দখল করে রাস্তা নির্মাণ করতে গেলে আলেয়া বেগম বাধা দিলে ইউপি সদস্য ইয়াকুব আলী আলেয়া বেগমকে মারপিট করে মেহগনী গাছের সাথে বেধে রাখে। পরে আহত অবস্থায় আলেয়া বেগমকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ইউপি সদস্য ইয়াকুব আলী জানান, কয়েক বছর যাবত ধরে ১৫০মিটার রাস্তার জন্য এলাকার লোকজনের চলাফেরা বিঘœ হচ্ছিল। রাস্তাটি বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছিল। রাস্তাটি নির্মাণ করতে গেলে বাধা প্রদান করে। এতে মহিলারা প্রতিহত করে। বিষয়টি আমাকে জড়িয়ে মিথ্যাচার করছে। আমি তখন ঘটনাস্থলে ছিলাম না।
বালিয়াকান্দি থানার এএসআই মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাস্তার নির্মাণ করাকে ঘিরে মহিলাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।
নারুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জহুরুল ইসলাম জানান ,রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে।