‘মর্যাদা, স্বাধীনতা এবং সবার জন্য ন্যায়বিচার’ প্রতিপাদ্যকে মনে-প্রাণে ধারণ করে গোয়ালন্দে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। শনিবার দুপুর ১২টায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা মুক্তি মহিলা সমিতির আলো (অ্যাবিলিটি টু লিড ওয়ানসেলফ) প্রোগাম দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং আলো প্রোগ্রামের ১৪ গ্রপের ৪২০জন মেয়েদের মধ্যে উত্তীর্ণ ১৩ জন কিশোরীকে সন্মাননা প্রদান করা হয়। আলোচনা সভায় মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, এমএমএস সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, সাধারণ সম্পাদক শফিক শামীম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন বন্ধসহ বিভিন্ন মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।