রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গোয়ালন্দ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করেছে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত আসামী সোহাগ শেখ, পিতা-মোঃ শাহজাহান শেখ,সাং- বাহাদুরপুর, পরোয়ানা ভুক্ত আসামী অহেদুল শেখ(৩৩), পিতা-আ: মালেক শেখ , ঠিকানা: স্থায়ী: গ্রাম- গোয়ালন্দ বাজার দাসপট্টি, সুমন শেখ, পিতা-মৃত- গিয়াস উদ্দিন শেখ , ঠিকানা: স্থায়ী : গ্রাম- উত্তর দৌলতদিয়া পতিতালয়, নুর ইসলাম, পিতা-মৃত জয়দার খান,সাং- উজানচর দেওয়ান পাড়া, পিংকি বেগম,পিতা-মো. কালাম, সাং- দৌলতদিয়া বাজার পূর্বপাড়া, পরোয়ানা ভুক্ত আসামী মো: হানিফ মৃধা, পিতা-মো. খোরশেদ মৃধা,সাং- কুমড়াকান্দি নিলু শেখের পাড়া, এবং মামুন, পিতা-মোঃ ছানু বেপারী,সাং- উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া, সর্ব থানা- গোয়ালন্দঘাট তাদের গ্রেপ্তার করা হয়েছে।