প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় মঙ্গলবার কেকেএস ওয়াইমুভস স্কোর কার্ড এ্যান্ড ইন্টারফেস মিটিং অন ফাইন্ডিংস বাস্তবায়ন করে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলিফ নূর উপ পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজবাড়ী, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মোহাম্মদ ইসতিয়াজ ইউনুস সহকারি পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজবাড়ী, ডা: মো: নেয়ামত উল্লাহ মেডিক্যাল অফিসার, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, রাজবাড়ী।
আলীপুর নিবাসি কিশোর কিশোরী, মা ও অভিভাবক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠাননে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার নির্বাহী পরিচালক কেকেএস, শুরুতে ডা: মো: নেয়ামত উল্লাহ কিশোর কিশোরী ও গর্ভবতী মায়েদের প্রজনন স্বাস্থ্যের উপর সেশন পরিচালনা করেন। কিভাবে একজন কিশোর কিশোরী ভালো থাকতে পারবে, তারা কি করলে প্রজনন স্বাস্থ্যের সংক্রমন থেকে ভালো থাকতে পারে সে সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দেন। এর পর কিশোর কিশোরীরা তাদের দাবি তুলে ধরেন। তাদের দাবি ছিলো একটি কর্নার নির্মাণ করতে হবে যেখানে কিশোর কিশোরীরা নিজেদের মনের কথা গুলো ডাক্তারের সাথে একান্তে বলতে পারেন। তাদের বসার জায়গার অর্থাৎ ওয়েটিং রুমের প্রস্তাব তুলে ধরেন। কিশোর কিশোরীদের কথা পরিবার পরিকল্পনা উপ পরিচালক মনোযোগ সহকারে শুনে বলেন, এটা সরকারের বিবেচনায় আছে। যদি কর্নার হয় তবে আলিপুরেই আগে করা হবে। যতদিন না হয় এই সেবা কেন্দ্রের একটি রুম কে সাজিয়ে গুছিয়ে কিছু প্রজনন স্বাস্থ্যের বই রাখতে হবে যেখানে কিশোর কিশোরিরা সময় কাটাতে পারবে পড়ার ছলে। এই বিষয়ে আলিপুর চেয়ারম্যানের প্রতিনিধিকে উদ্দেশ্য করে বলেন তিনি যদি চেয়ারম্যানের সাথে আলোচনা করে কিছু চেয়ার এবং ডেকোরেশনের ব্যবস্থা নেন তাতে ভালো হয়। আজকের অনুষ্ঠান কে সকলে ইতিবাচক বলে মনে করেন এবং সকল অভিভাবক ও মায়েরা তাদের বাড়ীর কিশোর কিশোরীদের এই সেবা কেন্দ্র থেকে সেবা নেওয়ার পরামর্শ দেবেন বলে মত প্রকাশ করেন। সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন আমি সব সময় আলিপুর বাসির সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।