গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় বেসরকারী উন্নয়ন সংস্থা পায়াকট বাংলাদেশের সহযোগিতায় ৫৩ জন যৌনকর্মী সহ ৬০ জন পিছিয়ে পড়া মানুষকে করোনা প্রতিরোধ টিকা প্রদান করা হয়েছে। ৫ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় এ টিকা প্রদান করা হয়।
এ সময় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মো. মোশারফ হোসেনের নেতৃত্বে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার গাজী রাশেদুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী আরিফা খাতুন টিকা কার্যক্রম সফল করেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পায়াকট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, সহকারি ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, পায়াকট বাংলাদেশের সুপারভাইজার শেখ রাজীব, গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন প্রমুখ।
পায়াকট বাংলাদেশের ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে কোভিড ১৯ এর টিকা প্রদান করা হয়েছে। যৌনকর্মীদের সুবিধার্থে এবার নিয়ে ৭ম বার টিকা ক্যাম্পের আয়োজন করা হলো। যৌনকর্মীরা তাদের নির্দিষ্ট গন্ডির বাইরে যেতে চায় না। বিধায় এ টিকা ক্যাম্পগুলো তাদের হাতের নাগালে ব্যবস্থা করা হয়েছে। আমাদের অফিসের পক্ষ হতে বিনামূল্যে তাদের টিকার রেজিস্ট্রেশন করা হয়েছে। বর্তমানে প্রায় সকল যৌনকর্মী এই টিকার আওতায় এসেছে। এখন শিশুদের টিকার ব্যবস্থা করা জরুরী বলে মনে করছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করা হয়েছে।