রোববার দুপুর ১২টার দিকে রাজবাড়ী প্রধান সড়কের মিলেনিয়াম মার্কেটের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত ও রাজাকারদের সঠিক তালিকা প্রণয়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি ফরিদ হোসেন মোল্লা। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসিন মৃধা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি আব হোসেন, সহসভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিয়া আকাশ আহমেদ প্রমূখ। এতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ^স্ত করেন।
বক্তারা বলেন, রাজাকার ও যুদ্ধাপরাধীরা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে। তারা আমাদের দেশের সাধারণ মানুষের সম্পদ লুটপাট করেছে। মানুষ হত্যা করেছে। হত্যাকান্ডে সহযোগিতা করেছে। এখন স্বাধীনতা পক্ষের শক্তির ক্ষমতায়। আমাদের দাবি রাজাকারদের সঠিক তালিকা প্রনয়ন করতে হবে। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।