রাজবাড়ীর পাংশা পৌর শহরের নারায়নপুরে রেলস্টেশন এলাকায় লতিফ ভবনের দ্বিতীয় তলায় শুক্রবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন পুড়ে সাড়ে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে শহরের লতিফ ভবনের দ্বিতীয়তলায় একটি জানালা দিয়ে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ক্রমেই ধোঁয়া বেশি হতে থাকে। পরে পাংশা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। অগ্নিকান্ডে জিল্লু ইলেকট্রনিকসের গোডাউন, আনোয়ার হোসেনের ওষুধের গোডাউন এবং লোকমানের কসমেটিক্সের গোডাউন পুড়ে যায়। খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জিল্লু ইলেকট্রনিক্সের চার লাখ টাকা, আনোয়ারের আড়াই লাখ টাকা এবং লোকমানের পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
পাংশায় ফায়ার এন্ড ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার রয়েল আহমেদ বলেন, ঠিক কখন অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা সকাল পৌণে ৭টায় খবর পেয়েছি। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।