‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর সদর কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ও বিট পুলিশিং সভায় পুলিশ এবং সাধারণ জনগণের সম্পর্কেন মান উন্নয়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক নানা অপরাধ মাদক, নারী ও শিশু পাঁচার এবং সন্ত্রাস দমন, মহাড়কে শৃঙ্খলা রক্ষা চুরি-ডাকাতি-ছিনতাই এবং চাঁদাবাজি রোধে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম ও অপারেশন) মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. শাখাওয়াৎ হোসেন।