রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল পরীক্ষায় গো৭য়ালন্দের সব স্কুলকে ছাড়িয়ে শীর্ষ স্থান দখল করেছে।
এবছর দেশে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস এস সি) পরীক্ষায় গোয়ালন্দ উপজেলায় অবস্থিত ১১ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়টি। ১০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং অকৃতকার্য হয় ৫ জন পরীক্ষার্থী। জিপিএ -৫ পেয়েছেন ১৯ জন শিক্ষার্থী।
অন্য দিকে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল হতে ১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ১২ জন পরীক্ষার্থী অকৃতকার্য, পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন শিক্ষার্থী, আক্কাছ আলী হাই স্কুল হতে পরীক্ষায় অংশ নেন ৪৮ জন এর মধ্যে কৃতকার্য ৩৯ অকৃতকার্য ৯ জন শিক্ষার্থী। জিপিএ -৫ পেয়েছে ১ জন। গোয়ালন্দ প্রপার হাই স্কুল হতে এবছর পরীক্ষায় অংশ নেন ২০৯ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৬৪ জন অকৃতকার্য হয়েছে ৪৩ জন, পরীক্ষায় অনুপস্থিত ২ জন এবং জিপিএ -৫ পেয়েছে ১১ জন শিক্ষার্থী, চৌধুরী আব্দুল হামিদ একাডেমি হতে এবছর অংশ নেন ৯৬ জন পরীক্ষার্থী এর মধ্যে কৃতকার্য ৮৭ জন, অকৃতকার্য ৯ জন, জিপিএ -৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী, গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় হতে অংশ নেন ১০৫ জন শিক্ষার্থী এর মধ্যে কৃতকার্য হন ৯৩ জন, অকৃতকার্য ১২ জন আর জিপিএ -৫ পেয়েছে ১১ জন শিক্ষার্থী, জামতলা উচ্চ বিদ্যালয় হতে এবছর অংশ নেন ৭২ জন শিক্ষার্থী এর মধ্যে কৃতকার্য হয়েছে ৬৫ জন, অকৃতকার্য হয়েছে ৬ জন, অনুপস্থিত ১ জন আর জিপিএ -৫ পেয়েছেন ১ জন শিক্ষার্থী, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যিলয় হতে এবছর অংশ নেন ৪৮ জন শিক্ষার্থী, কৃতকার্য হয়েছেন ৪১ জন, অকৃতকার্য হয়েছেন ৬ জন, অনুপস্থিত ছিলেন ১ জন শিক্ষার্থী। দৌলতদিয়া মডেল হাই স্কুল হতে অংশ নেন ১১২ জন এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৯০ জন, অকৃতকার্য হয়েছেন ২০ জন, অনুপস্থিত ছিলেন ২ জন শিক্ষার্থী আর জিপিএ -৫ পেয়েছেন ৩ জন, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট হতে এবছর অংশ নেন ৯০ জন এর মধ্যে কৃতকার্য ৭০ জন, অকৃতকার্য ১৮ জন, অনুপস্থিত ছিলেন ২ জন শিক্ষা মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল গালর্স হাই স্কুল হতে অংশ নেন ২০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন ১৭ জন, অকৃতকার্য ২ জন এবং ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।