রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকার নিভৃত পল্লীতে অবস্থিত চর আফড়া উচ্চ বিদ্যালয় এবার এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। বিদ্যালয়ের ২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে সবাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আসলাম জানান, তার স্কুলটি খুবই অবহেলিত। একটি চরের মধ্যে বিদ্যালয়টির অবস্থান। ভালো ছাত্র-ছাত্রীরা কেউ এখানে ভর্তি হতে চায়না। যারা পড়াশোনা করে তারা বেশির ভাগই হতদরিদ্র। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৮৩ জন। তিনি এ গ্রামেরই সন্তান। তিনি চেষ্টা করেন তার স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিচর্যা করে পড়াশোনার মনোযোগি করতে সর্বাত্মক চেষ্টা করেন। যারই ধারাবাহিকতায় এ ফলাফল।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা শহরের স্কুলের তুলনায় অনেক পিছিয়ে। বর্ষা মৌসুমে স্কুলে যেতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো নয়। তাদের শিক্ষকরা তাদের পড়াশোনা করতে সব সময় উদ্বুদ্ধ করেন।