রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের নির্বাচনে নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। ২৭ নভেম্বর দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানার কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব মো. ছমির উদ্দীন, অভিভাবক সদস্য মো. রিয়াজ উদ্দীন, মো. আলমগীর হোসেন, মো. শাহ আলম, মো. জাহিদ হোসেন, বিউটি, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব হোসেন, মো. আতাউর রহমান, হাছিনা বেগম।