রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় রুহুল আমিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার তত্ত্বাবধানে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সদর উপজেলার উড়াকান্দা হতে অন্তরমোড় পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনসহ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে রুহুল আমিন নামক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রাজবাড়ী জেলা পুলিশের একদল চৌকস দল।